বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা ও বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ বৈঠক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এ বৈঠকে অংশ নেয় দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং। উভয় পক্ষের মধ্যে বিনিয়োগের নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা হয়।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, চার দিনব্যাপী যে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন চলছে, তারই দ্বিতীয় দিনের অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে আরও অধিক বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে এই ধরনের আলোচনা ভবিষ্যতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।