ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুব মহিলালীগ নেত্রী লুনা হোসেন এবং তার স্বামীর বিরুদ্ধে জবরদখলের অভিযোগে মানববন্ধন ট্রাম্পের ‘শুল্ক বোমা’র আগে চীনের রপ্তানি ১২.৪% বৃদ্ধি ভারত থেকে ইউনুসকে সতর্ক বার্তা শেখ হাসিনার বেকার সাংবাদিক রাশেদুলের নিগ্রহের শিকার গৌতম আবারও ৮ লক্ষ টাকার ভারতীয় শাড়ী ও থ্রিপিচ জব্দ করেছে বংশাল থানা প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ১৮ রানে চেন্নাই কে হারালো পাঞ্জাব এসএ টিভিতে প্রচারিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। মাগুরার আছিয়া ধর্ষণ: ডিএনএ রিপোর্টে হিটু শেখের জড়িত থাকার প্রমাণ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন কোরিয়ার বিনিয়োগ প্রতিনিধিদল
বিয়ের ২৮ দিনের মাথায় খুন স্বামী

ফরিদপুরে প্রবাসী জামাল শেখ নিজ বাড়িতে খুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ কোনাগ্রামে বিয়ের মাত্র ২৮ দিনের মাথায় নিজ বাড়িতে খুন হয়েছেন মালয়েশিয়া প্রবাসী জামাল শেখ (৫৫)।

শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জামাল শেখ ওই গ্রামের মৃত হাতেম শেখের একমাত্র সন্তান।

জানা যায়, জামাল শেখ দীর্ঘ ১৫ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়ে দেড় মাস আগে দেশে ফেরেন। ফেরার পর তিনি সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নিজগ্রামের বাসিন্দা সাজেদা বেগমকে (২৮) বিয়ে করেন। বিয়ের পর থেকে তারা নিজ বাড়িতেই বসবাস করছিলেন।

জামালের স্ত্রী সাজেদা বেগমের বরাত দিয়ে জানা যায়, ঘটনার রাতে তারা ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে দরজা খোলার শব্দে তাদের ঘুম ভেঙে যায়। তখন তারা ঘরে দুজন ব্যক্তিকে দেখতে পান। জামাল শেখ তাদের একজনকে চিনে ফেলেন। এ কারণে ওই ব্যক্তি শাবল দিয়ে জামালের অণ্ডকোষে আঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে জামালকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের মতে, ঘটনার রাতে কোনো ডাকাতি বা চুরির ঘটনা ঘটেনি; ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র অক্ষত ছিল এবং কোনো টাকা-পয়সা বা স্বর্ণালংকার খোয়া যায়নি। তাদের ধারণা, অন্য কোনো ঘটনা আড়াল করতে চুরির নাটক সাজানো হতে পারে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। কিছু আলামত উদ্ধার করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়। তিনি আরও বলেন, দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করে প্রকৃত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

যুব মহিলালীগ নেত্রী লুনা হোসেন এবং তার স্বামীর বিরুদ্ধে জবরদখলের অভিযোগে মানববন্ধন

বিয়ের ২৮ দিনের মাথায় খুন স্বামী

ফরিদপুরে প্রবাসী জামাল শেখ নিজ বাড়িতে খুন

আপডেট সময় : ১২:১৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ কোনাগ্রামে বিয়ের মাত্র ২৮ দিনের মাথায় নিজ বাড়িতে খুন হয়েছেন মালয়েশিয়া প্রবাসী জামাল শেখ (৫৫)।

শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জামাল শেখ ওই গ্রামের মৃত হাতেম শেখের একমাত্র সন্তান।

জানা যায়, জামাল শেখ দীর্ঘ ১৫ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়ে দেড় মাস আগে দেশে ফেরেন। ফেরার পর তিনি সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নিজগ্রামের বাসিন্দা সাজেদা বেগমকে (২৮) বিয়ে করেন। বিয়ের পর থেকে তারা নিজ বাড়িতেই বসবাস করছিলেন।

জামালের স্ত্রী সাজেদা বেগমের বরাত দিয়ে জানা যায়, ঘটনার রাতে তারা ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে দরজা খোলার শব্দে তাদের ঘুম ভেঙে যায়। তখন তারা ঘরে দুজন ব্যক্তিকে দেখতে পান। জামাল শেখ তাদের একজনকে চিনে ফেলেন। এ কারণে ওই ব্যক্তি শাবল দিয়ে জামালের অণ্ডকোষে আঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে জামালকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের মতে, ঘটনার রাতে কোনো ডাকাতি বা চুরির ঘটনা ঘটেনি; ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র অক্ষত ছিল এবং কোনো টাকা-পয়সা বা স্বর্ণালংকার খোয়া যায়নি। তাদের ধারণা, অন্য কোনো ঘটনা আড়াল করতে চুরির নাটক সাজানো হতে পারে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। কিছু আলামত উদ্ধার করা হয়েছে, তবে তদন্তের স্বার্থে বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়। তিনি আরও বলেন, দ্রুত ঘটনার রহস্য উদঘাটন করে প্রকৃত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।