যশোর শহরের পুলেরহাট এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও দুজনসহ এক পথচারী আহত হয়েছেন।
৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট চৌরাস্তা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
নিহতরা হলেন খুলনা মেট্রোপলিটনের মজগুন্নি এলাকার বাসিন্দা রুবেল হোসেন এবং তার ১০ বছরের কন্যা ঐশি। আহতরা হলেন রুবেলের স্ত্রী জেসমিন, তার ৪ বছরের কন্যা তায়েবা এবং পথচারী যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের ওসমান আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে রুবেল হোসেন মোটরসাইকেলে করে তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে খুলনা থেকে যশোরের শার্শা উপজেলায় শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। যশোর শহরের পুলেরহাট চৌরাস্তা মোড়ে পৌঁছালে ঝিকরগাছা থেকে আসা একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই রুবেল হোসেনের মেয়ে ঐশি মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে রুবেল হোসেনও মারা যান।
রুবেলের স্ত্রী জেসমিন ও কন্যা তায়েবাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় পথচারী ওসমান আলীও আহত হন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে। এছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি জব্দ করা হয়েছে।