ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. তৌফিক (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
২ এপ্রিল বুধবার দুপুর ১টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তৌফিক ওই গ্রামের আরু মিয়ার ছেলে এবং তিনি স্থানীয় বাজারে গ্যাস সিলিন্ডারের দোকানের কর্মচারী ছিলেন।
স্থানীয়রা জানান, আদমপুর বাজারের পাশে সিএনজি অটোরিকশা ও পিকআপভ্যান রেখে দুই চালক দোকানে নাস্তা করতে যান। এ সময় তৌফিক তাদের গাড়ি সরাতে বলেন, যা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে তৌফিকের বুকে ছুরিকাঘাত করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পিকআপ চালক ও অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।