ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই আনন্দকে আরও বাড়িয়ে তুলতে প্রতি ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পায় নতুন নতুন চলচ্চিত্র। এই ঈদেও মুক্তি পেয়েছে ছয়টি চলচ্চিত্র—‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘চক্কর ৩০২’, ‘অন্তরাত্মা’ ও ‘জ্বীন-৩’।
হল সংখ্যায় এগিয়ে ‘বরবাদ’ ও ‘দাগি’:
মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে এই ছবিগুলো নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। বিশেষ করে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ ছবিটি মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১২০টি হলে মুক্তি পেয়েছে।
অন্যদিকে, আফরান নিশো অভিনীত ‘দাগি’ ছবিটি মুক্তির পরপরই সিনেপ্লেক্সগুলোতে হাউজফুল যাচ্ছে। মাল্টিপ্লেক্সে ছবিটির ৩৪টি শো চলছিল, যা একদিন যেতে না যেতেই আরও ১০টি শো বাড়ানো হয়েছে।
সিনেপ্লেক্সে দেশি চলচ্চিত্রের দাপট:
ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন সিনেপ্লেক্সে সরজমিনে ঘুরে দেখা গেছে, দর্শকদের আগ্রহ বিদেশি সিনেমার চেয়ে দেশি চলচ্চিত্রগুলো ঘিরেই বেশি। মঙ্গলবার (২ এপ্রিল) বসুন্ধরা সিনেপ্লেক্সে ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলো দেখতে দর্শকদের দীর্ঘ লাইন দেখা গেছে।
অনেকেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন শাকিব, নিশো, সিয়াম কিংবা মোশাররফ করিমের সিনেমা দেখতে।
সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানান, ঈদের দিন থেকেই প্রতিটি সিনেমার দর্শকদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছেন তারা। বিশেষ করে ‘বরবাদ’ ও ‘দাগি’ ছবিগুলো নিয়ে দর্শকদের আগ্রহ বেশি। ‘জংলি’ ছবিটিও দর্শকদের মধ্যে ভালো সাড়া পাচ্ছে। বাকিগুলোও বেশ ভালোই চলছে।
ঈদে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রগুলোতে শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদ, বুবলী, মোশাররফ করিমসহ আরও অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী অভিনয় করেছেন। দেশি চলচ্চিত্রের এই সাফল্য ঈদ আনন্দকে আরও রাঙিয়ে তুলেছে।