ঝিনাইদহের কালীগঞ্জে চুরি শেষে ফার্মেসি মালিককে ফোন চোরের ফোন দিয়েছে চোর! তা নিয়ে চলছে সমালোচনা
ঝিনাইদহের কালীগঞ্জে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। মধ্যরাতে একটি ফার্মেসিতে চুরি শেষে স্বয়ং চোরই ফার্মেসির মালিককে ফোন করে জানতে চেয়েছেন— ক্যাশে এত কম টাকা কেন রাখা হয়েছিল! এই ঘটনা জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
৩০ মার্চ রোববার মধ্যরাতে উপজেলার হাসপাতাল সড়কের মল্লিক ফার্মেসিতে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চোরেরা ফার্মেসিতে ঢুকে চুরি করে এবং পরে মালিককে ফোন করে হতাশা প্রকাশ করে যে দোকানে পর্যাপ্ত টাকা ছিল না।
ফার্মেসির মালিক হরেন্দ্রনাথ সাহা জানান, “ভোরে একজন অজ্ঞাত ব্যক্তি আমার মোবাইলে ফোন দিয়ে বলে, ‘দাদা, আপনার ফার্মেসিতে আমরা চুরি করেছি। গতকাল তো কেনাবেচা অনেক ভালো হয়েছিল, তাহলে ক্যাশে এত কম টাকা রাখলেন কেন? একটু বেশি করে রাখতে পারেন না!’ প্রথমে বিশ্বাস করতে পারিনি, কিন্তু পরে দোকানে এসে দেখি ওষুধসহ বেশকিছু মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানাই।”
ঘটনার বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার জানান, “চোরের দেওয়া ফোন নম্বর শনাক্তের চেষ্টা চলছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।” এই ব্যতিক্রমী ও চাঞ্চল্যকর চুরির ঘটনায় এলাকায় চোরদের সাহস ও কৌশল নিয়ে ব্যাপক আলোচনা চলছে।