সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে, ভেসে গেছে হাজার হাজার বিঘা মৎস্য ঘের।
৩১ মার্চ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে আব্দুর রহিম সরদারের চিংড়ি ঘেরের পাশ থেকে প্রায় ১৫০ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়।
স্থানীয়রা জানান, ঈদের নামাজ শেষে খবর পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাই স্বেচ্ছাশ্রমে রিংবাঁধ নির্মাণের চেষ্টা করেন, তবে তিন ঘণ্টার প্রচেষ্টায়ও বাঁধ রক্ষা করা সম্ভব হয়নি। এর ফলে বিছট, বল্লভপুর, নয়াখালী, আনুলিয়া ও আশপাশের আরও কয়েকটি গ্রামে পানি প্রবেশ করে, বাড়িঘর ও মৎস্য খামার প্লাবিত হয়।
আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানান, ভাঙনের খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অবহিত করেছেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বাঁধ দ্রুত মেরামত করা না হলে পার্শ্ববর্তী খাজরা ও বড়দল ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা জানান।