পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রায় যমুনা সেতু দিয়ে গত এক সপ্তাহে ২ লাখ ৪৭ হাজার ৬০১টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে টোল আদায় হয়েছে ১৭ কোটি ১১ লাখ ৯ হাজার ৮৫০ টাকা।
দৈনিক যানবাহন পারাপার ও টোল আদায়ের বিবরণ:
– ২৪ মার্চ: ২৪,০৯৭টি যানবাহন পারাপার; টোল আদায় ২ কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৫৫০ টাকা।
– ২৫ মার্চ: ২৯,২৩৩টি যানবাহন; টোল ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা।
– ২৬ মার্চ: ৩৩,৭৬৬টি যানবাহন; টোল ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা।
– ২৭ মার্চ: ৩৫,২২৭টি যানবাহন; টোল ২ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।
– ২৮ মার্চ: ৪৮,৩৩৫টি যানবাহন; টোল ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা।
– ২৯ মার্চ: ৪৫,৪৭৮টি যানবাহন; টোল ৩ কোটি ২১ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা।
– ৩০ মার্চ: ৩১,৪৬৫টি যানবাহন; টোল ২ কোটি ২৫ লাখ ২৬ হাজার ৮৫০ টাকা।
শেষ করে ২৮ মার্চ সেতু দিয়ে ৪৮,৩৩৫টি যানবাহন পারাপার হয়, যা থেকে টোল আদায় হয় ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা। এটি ঈদুল ফিতর উপলক্ষে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, সেতুর উভয় পাশে মোট ১৮টি টোল বুথ চালু রয়েছে, যার মধ্যে মোটরসাইকেলের জন্য আলাদা বুথ স্থাপন করা হয়েছে। এছাড়াও, এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত উত্তরবঙ্গগামী ৪টি লেন খুলে দেওয়ায় যাত্রীরা স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন।
সাধারণত যমুনা সেতু দিয়ে প্রতিদিন ১০,০০০ থেকে ১৬,০০০ যানবাহন পারাপার হয়। কিন্তু ঈদ উপলক্ষে এই সংখ্যা তিন থেকে চারগুণ বৃদ্ধি পায়।
এবারের ঈদযাত্রায় যমুনা সেতুতে টোল আদায়ের এই রেকর্ড দেশের সড়ক পরিবহন ব্যবস্থার সক্ষমতা ও উন্নতির প্রতিফলন।