ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধানমন্ডিতে প্রাইভেটকার থেকে চাঁদা আদায়: অভিযুক্ত আশরাফুল তিন দিনের রিমান্ডে যুব মহিলালীগ নেত্রী লুনা হোসেন এবং তার স্বামীর বিরুদ্ধে জবরদখলের অভিযোগে মানববন্ধন ট্রাম্পের ‘শুল্ক বোমা’র আগে চীনের রপ্তানি ১২.৪% বৃদ্ধি ভারত থেকে ইউনুসকে সতর্ক বার্তা শেখ হাসিনার বেকার সাংবাদিক রাশেদুলের নিগ্রহের শিকার গৌতম আবারও ৮ লক্ষ টাকার ভারতীয় শাড়ী ও থ্রিপিচ জব্দ করেছে বংশাল থানা প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ১৮ রানে চেন্নাই কে হারালো পাঞ্জাব এসএ টিভিতে প্রচারিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। মাগুরার আছিয়া ধর্ষণ: ডিএনএ রিপোর্টে হিটু শেখের জড়িত থাকার প্রমাণ
ময়মনসিংহে বিএনপির স্বাধীনতা দিবস কর্মসূচি অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছেঃ এমরান সালেহ প্রিন্স

  • মোঃ আবুল মনসুর
  • আপডেট সময় : ০২:১০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের হালুয়াঘাটে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির সমাবেশে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, যা ইতিহাস বিকৃতির শামিল।

২৬ মার্চ বুধবার উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রা ও স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “১৯৭১ ছিল দেশের স্বাধীনতার জন্য লড়াই, আর ২০২৪ ছিল ফ্যাসিবাদ বিরোধী গণজাগরণ। দুইটি ঘটনা পৃথক, কিন্তু ইতিহাসের ধারাবাহিকতায় পরস্পর সংযুক্ত। ৭১-এর চেতনাই ৭৫-এর ৭ নভেম্বর, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানের পথ দেখিয়েছে।”

তিনি আরও বলেন, “লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে খাটো করার যে কোনো অপচেষ্টা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। মুক্তিযুদ্ধের গৌরবকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
নির্বাচন প্রসঙ্গে কঠোর হুঁশিয়ারি

এ সময় দ্রুত নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, “নির্বাচনকে দীর্ঘসূত্রিতার ফাঁদে ফেলে দেশের পরিস্থিতিকে জটিল করার ষড়যন্ত্র চলছে। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।”
তিনি বলেন, “ক্ষমতার জন্য নয়, বরং জাতিকে সংকট থেকে মুক্ত করতে অবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং ২০২৪ সালের মধ্যেই নির্বাচন দিতে হবে।”

বিএনপির স্বাধীনতা দিবস কর্মসূচি
এর আগে সকালে এমরান সালেহ প্রিন্স ধোবাউড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন এবং উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির এই কর্মসূচিতে স্থানীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। সমাবেশে বক্তারা সরকারের সমালোচনা করে নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ধানমন্ডিতে প্রাইভেটকার থেকে চাঁদা আদায়: অভিযুক্ত আশরাফুল তিন দিনের রিমান্ডে

ময়মনসিংহে বিএনপির স্বাধীনতা দিবস কর্মসূচি অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছেঃ এমরান সালেহ প্রিন্স

আপডেট সময় : ০২:১০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

ময়মনসিংহের হালুয়াঘাটে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির সমাবেশে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, যা ইতিহাস বিকৃতির শামিল।

২৬ মার্চ বুধবার উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রা ও স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “১৯৭১ ছিল দেশের স্বাধীনতার জন্য লড়াই, আর ২০২৪ ছিল ফ্যাসিবাদ বিরোধী গণজাগরণ। দুইটি ঘটনা পৃথক, কিন্তু ইতিহাসের ধারাবাহিকতায় পরস্পর সংযুক্ত। ৭১-এর চেতনাই ৭৫-এর ৭ নভেম্বর, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানের পথ দেখিয়েছে।”

তিনি আরও বলেন, “লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে খাটো করার যে কোনো অপচেষ্টা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। মুক্তিযুদ্ধের গৌরবকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
নির্বাচন প্রসঙ্গে কঠোর হুঁশিয়ারি

এ সময় দ্রুত নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, “নির্বাচনকে দীর্ঘসূত্রিতার ফাঁদে ফেলে দেশের পরিস্থিতিকে জটিল করার ষড়যন্ত্র চলছে। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।”
তিনি বলেন, “ক্ষমতার জন্য নয়, বরং জাতিকে সংকট থেকে মুক্ত করতে অবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং ২০২৪ সালের মধ্যেই নির্বাচন দিতে হবে।”

বিএনপির স্বাধীনতা দিবস কর্মসূচি
এর আগে সকালে এমরান সালেহ প্রিন্স ধোবাউড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন এবং উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির এই কর্মসূচিতে স্থানীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। সমাবেশে বক্তারা সরকারের সমালোচনা করে নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।