জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
২৬ মার্চ বুধবার কুমিল্লার দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ মাঠে এনসিপি আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত থাকার পরও ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে তৈরি করতে পেরেছি।” তিনি আরও বলেন, “আমরা যারা ধর্মপ্রাণ মানুষ রয়েছি, আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। সাম্প্রদায়িক উসকানি সব সময় আমাদের দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন, সিলেটে আমাদের এক ভাইকে সাম্প্রদায়িক উসকানির মধ্য দিয়ে কুপিয়ে মেরে ফেলা হয়েছে। ভবিষ্যতের জন্য আপনাদের সবাইকে সতর্ক করে দিচ্ছি, বিভিন্নভাবে আপনাদের ব্যবহার করা হতে পারে। আমরা অতীতে যেভাবে পরম সহিষ্ণুতার পরিচয় দিয়েছি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যে পরিচয় দিয়েছি, আমরা ভবিষ্যতেও এই সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় অব্যাহত রাখব।”
তিনি আরও বলেন, “গত দেড় দশক সময় ধরে ইসলামিক যে পড়াশোনা আমাদের মাদরাসাগুলোতে হয়েছে, সেগুলো দ্বিতীয় গ্রেডে বিবেচনা করা হতো। আলেম-ওলামাদের সব কিছু থেকে বঞ্চিত করা হয়েছে। জাতীয় পর্যায় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসায় তাদের শিকার করা হয়েছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামপুর জামিয়া ইসলামিয়া কাসেমুল উলূমের মুহতামিম হাফেজ মাওলানা লোকমান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ এবং তাহফিজুল কোরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার মুহতামিম হাফেজ ক্বারি নাজমুল হাসান।
জাতীয় নাগরিক পার্টি সম্প্রতি তাদের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। এতে নাহিদ ইসলামকে আহ্বায়ক, আখতার হোসেনকে সদস্যসচিব, নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়ক, সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আব্দুল্লাহকে মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল), সারজিস আলমকে মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল), আবদুল হান্নান মাসউদকে যুগ্ম সমন্বয়ক এবং সালেহউদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে।