বিশ্বখ্যাত গলফার টাইগার উডস সম্প্রতি নিশ্চিত করেছেন যে, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ ভেনেসা ট্রাম্পের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয়েছেন।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বে টুইটার) উডস তাঁর ৬৪ লাখ অনুসারীর উদ্দেশে একটি পোস্টে লিখেছেন, “বাতাসে শুধুই ভালোবাসা। আর তুমি আমার পাশে থাকলে জীবন আরও সুন্দর হয়ে ওঠে। আমরা এক সঙ্গে জীবনে নতুন পথ চলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই সময়ে আমাদের প্রিয়জনেরা এই গোপনীয়তা বজায় রেখেছেন। আমি এর প্রশংসা করি।”
ভেনেসা ট্রাম্প ২০০৫ সালে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রকে বিয়ে করেছিলেন এবং তাঁদের পাঁচ সন্তান রয়েছে। ২০১৮ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
টাইগার উডসের ব্যক্তিগত জীবন পূর্বেও আলোচিত হয়েছে। ২০১০ সালে তাঁর প্রথম স্ত্রী এলিন নর্ডেগ্রেনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছিল। এরপর তিনি স্কি তারকা লিন্ডসে ভনের সঙ্গে সম্পর্কে ছিলেন।
উল্লেখ্য, টাইগার উডস ও ভেনেসা ট্রাম্পের সম্পর্কের গুঞ্জন গত কয়েক সপ্তাহ ধরে গণমাধ্যমে প্রচারিত হচ্ছিল।