রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন এলাকায় মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে আর্থিক অনুদান দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ-সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী। একই সঙ্গে তিনি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে জামাকাপড় বিতরণ করেছেন।
বৃহস্পতিবার পুরান ঢাকার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করেন। পাশাপাশি মসজিদ উন্নয়নেও আর্থিক সহায়তা প্রদান করেন।
অসহায়দের মাঝে জামাকাপড় বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপির নেতৃবৃন্দ, যাদের মধ্যে ছিলেন আমিনুল ইসলাম চৌধুরী স্বপন, সাবেক সহ-দপ্তর সম্পাদক গোলাম সারওয়ার শামীম, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোরশেদুর রহমান জনি, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা পিয়াস এবং আজিমপুর বটতলা ইউনিট বিএনপির সভাপতি আরমান হোসেন বাদল।
সংক্ষিপ্ত বক্তব্যে মীর নেওয়াজ আলী বলেন, “আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াতে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে দেশের মাটিতে ফিরে আসেন এবং সুস্থ ধারার রাজনীতি যেন দেশে অব্যাহত থাকে, এটাই আমাদের চাওয়া।” তিনি আরও বলেন, “তারেক রহমান দেশের মানুষের কল্যাণে বিদেশে থেকেও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবো।”
এ সময় তিনি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান এবং মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সোচ্চার হতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “দেশের মানুষ কোনো মিথ্যা প্রোপাগান্ডায় কান দেবে না। আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকবো।”