ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধানমন্ডিতে প্রাইভেটকার থেকে চাঁদা আদায়: অভিযুক্ত আশরাফুল তিন দিনের রিমান্ডে যুব মহিলালীগ নেত্রী লুনা হোসেন এবং তার স্বামীর বিরুদ্ধে জবরদখলের অভিযোগে মানববন্ধন ট্রাম্পের ‘শুল্ক বোমা’র আগে চীনের রপ্তানি ১২.৪% বৃদ্ধি ভারত থেকে ইউনুসকে সতর্ক বার্তা শেখ হাসিনার বেকার সাংবাদিক রাশেদুলের নিগ্রহের শিকার গৌতম আবারও ৮ লক্ষ টাকার ভারতীয় শাড়ী ও থ্রিপিচ জব্দ করেছে বংশাল থানা প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ১৮ রানে চেন্নাই কে হারালো পাঞ্জাব এসএ টিভিতে প্রচারিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। মাগুরার আছিয়া ধর্ষণ: ডিএনএ রিপোর্টে হিটু শেখের জড়িত থাকার প্রমাণ
স্থানীয় ইন্টারনেট ব্যবসা দখলে নিতে হত্যাকান্ড দাবী স্বজনদের

গুলশানের পুলিশ প্লাজায় মাথায় গুলি করে যুবককে হত্যা

  • আবুল মনসুর
  • আপডেট সময় : ১০:৫৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

রাজধানীতে এক ইন্টারনেট ব্যবসায়ীকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম সুমন মিয়া ওরফে টেলি সুমন (৩৩)।

২০ মার্চ বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে তাকে হত্যা করা হয়। ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে স্থানীয়  ইন্টারনেট ব্যবসা দখলে নিতেই এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে দাবী তার পরিবারের।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সুমন পুলিশ প্লাজার পশ্চিম পাশে ফজলে রাব্বী পার্কের কোণায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তির সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।

দুর্বৃত্তরা চলে গেলে, পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুমনের পরিবারের দাবি, ইন্টারনেট ব্যবসায়িক বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। তারা জানান, মহাখালী এলাকায় ইন্টারনেট সংযোগ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন সুমন। তবে রাজনৈতিক পট-পরিবর্তনের পর প্রতিদ্বন্দ্বী গ্রুপের হুমকির মুখে ব্যবসা ছাড়তে বাধ্য হন তিনি।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের আগে ও পরে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গুলশান থানার পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিহত সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় গুলশান থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ধানমন্ডিতে প্রাইভেটকার থেকে চাঁদা আদায়: অভিযুক্ত আশরাফুল তিন দিনের রিমান্ডে

স্থানীয় ইন্টারনেট ব্যবসা দখলে নিতে হত্যাকান্ড দাবী স্বজনদের

গুলশানের পুলিশ প্লাজায় মাথায় গুলি করে যুবককে হত্যা

আপডেট সময় : ১০:৫৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

রাজধানীতে এক ইন্টারনেট ব্যবসায়ীকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম সুমন মিয়া ওরফে টেলি সুমন (৩৩)।

২০ মার্চ বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে তাকে হত্যা করা হয়। ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে স্থানীয়  ইন্টারনেট ব্যবসা দখলে নিতেই এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে দাবী তার পরিবারের।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সুমন পুলিশ প্লাজার পশ্চিম পাশে ফজলে রাব্বী পার্কের কোণায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তির সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।

দুর্বৃত্তরা চলে গেলে, পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুমনের পরিবারের দাবি, ইন্টারনেট ব্যবসায়িক বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। তারা জানান, মহাখালী এলাকায় ইন্টারনেট সংযোগ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন সুমন। তবে রাজনৈতিক পট-পরিবর্তনের পর প্রতিদ্বন্দ্বী গ্রুপের হুমকির মুখে ব্যবসা ছাড়তে বাধ্য হন তিনি।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের আগে ও পরে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গুলশান থানার পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিহত সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় গুলশান থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।