রাজধানীতে এক ইন্টারনেট ব্যবসায়ীকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম সুমন মিয়া ওরফে টেলি সুমন (৩৩)।
২০ মার্চ বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে তাকে হত্যা করা হয়। ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে স্থানীয় ইন্টারনেট ব্যবসা দখলে নিতেই এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে দাবী তার পরিবারের।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সুমন পুলিশ প্লাজার পশ্চিম পাশে ফজলে রাব্বী পার্কের কোণায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তির সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।
দুর্বৃত্তরা চলে গেলে, পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমনের পরিবারের দাবি, ইন্টারনেট ব্যবসায়িক বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। তারা জানান, মহাখালী এলাকায় ইন্টারনেট সংযোগ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন সুমন। তবে রাজনৈতিক পট-পরিবর্তনের পর প্রতিদ্বন্দ্বী গ্রুপের হুমকির মুখে ব্যবসা ছাড়তে বাধ্য হন তিনি।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের আগে ও পরে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গুলশান থানার পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নিহত সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় গুলশান থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।