মনোহরগঞ্জ প্রতিনিধি।। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক সংসদ সদস্য কর্নেল আজিমের রোগমুক্তি কামনায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও গ্রামে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (তারিখ উল্লেখ করুন) নোয়াগাঁও ঈদগাহ মাঠে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমাম হোসেন।
বক্তারা তাদের বক্তব্যে বিএনপির চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম মেহেদী, বাইশগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ওয়াদুদ মোল্লা, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্ল্যাহ, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির মৃধা, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন পাটোয়ারী, যুবদল নেতা মনির হোসেন, নুরে আলম বিশিষ্ট সাংবাদিক মোঃ আবদুল বাকী মিলন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহ পরান, ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইমাম হোসেন, সাবেক ছাত্রদল নেতা আবদুল হালিম, ছাত্রনেতা সাহাব উদ্দিন, শাহ শরীফ ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জাকির উল্ল্যাহ, এছাড়াও বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক সংসদ সদস্য কর্নেল আজিমের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা ইউনুস। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ইফতার পরিবেশন করা হয়।