ঢাকার সাভার হতে নিখোঁজ ভিকটিম রাশেদ (১৮)’কে ফরিদপুরের কোতয়ালী থেকে উদ্ধার করা হয়েছে। ভিকটিম রাশেদ গাজীর পিতার নাম আল আমিন। ঢাকার সাভার থানার মোগড়াকান্দা এলাকার বাসিন্দা বলে জানা যায়।
অদ্য ১৪ মার্চ বিকাল সাড়ে ৪ টার দিকে ফরিদপুরের কোতয়ালী থানার কানাইপুর এলাকা হতে উদ্ধার করে করেছে র্যাব-১০ এর একটি আভিযানিক দল।
র্যাবের পক্ষ থেকে এএসপি শামীম হাসান সরদার জানান, গত ০৯/০৩/২০২৫ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকার সময় ভিকটিম রাশেদ গাজী (১৮) ঢাকার সাভার থানাধীন মোগড়াকান্দা এলাকা হতে নিখোঁজ হয়। পরবর্তীতে ভিকটিম এর বাবা ঢাকার সাভার থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
উক্ত ঘটনায় ঢাকার সাভার থানা পুলিশ কর্তৃক প্রাপ্ত অধিযাচন পত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকার সাভার থানার জিডি নং-১৩৯৩, তারিখ- ১২/০৩/২০২৫ খ্রি.।
র্যাব ১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার বলেন, উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।