ভগিরথপুর দারুল উলুম আল হাছান ওয়াল হোসাইন ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০ মার্চ সোমবার ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ তম ওয়াজ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অত্র মাদরাসার জমিদাতা আলহাজ্ব মোঃ লাল মিয়া মোল্লা এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদরাসার অধ্যক্ষ ও সোনাকান্দা দারুল হুদা দরবার শরিফের পীর আলহাজ্ব হযরত মাওলানা মোঃ মাহমুদুর রহমান।
আরো উপস্থিত ছিলেন ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাবেক প্রেসিডেন্ট আবদুল মোমেন মোল্লা, এম এম কে ডাইং প্রিন্টিং ও ফিনিশিং মিলস্ এর পরিচালক মাসুম মোল্লা, টাটাপাড়া পঞ্চায়েত কমিটির সেক্রেটারি মোঃ ছবির মিয়া, ভগীরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, রশিদ মেম্বার সহ হাজারো মুসল্লিয়ান।