পুরান ঢাকার কোতোয়ালি থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ৮ মার্চ শনিবার রাত আনুমানিক ১১টার দিকে কোতোয়ালি থানার বাবুবাজার ব্রিজের নিচে হোটেল টিপু সুলতান পয়েন্টের সামনে পাকা রাস্তার ওপর একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার এসআই (নিরস্ত্র) দেবব্রত সরদার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। তবে পুলিশের তৎপরতায় দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—১) মোঃ সাকিব ও ২) মোঃ ফারহান খান। এ সময় ১২-১৩ জন অজ্ঞাতনামা ডাকাত পালিয়ে যায়।
পরে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি ও দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি চৌকস দল রাতব্যাপী অভিযান চালিয়ে বংশাল থানার বিভিন্ন এলাকা থেকে আরও তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তারা হলেন—৩) সালমান আহমেদ, ৪) মোঃ জিহান আহমেদ এবং ৫) মুশফিকুর রহমান জারিফ।
গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধারকৃত আলামত: ২টি ধারালো লোহার চাপাতি, ৩টি বিশেষভাবে তৈরি দেশীয় অস্ত্র (স্টিলের এসএস পাইপ ও সাইকেলের ব্রেকের ডিক্স ঝালাই করা), ১টি দেশীয় অস্ত্র (স্টিলের এসএস পাইপ ও সাইকেলের চেইনের ডিক্স ঝালাই করা), ১টি ধারালো সুইচ গিয়ার চাকু
১টি ১০ ইঞ্চি লম্বা পুরাতন স্টিলের সেলাই রেঞ্জ, উদ্ধারকৃত এসব অস্ত্র ৮ মার্চ রাত ১১টা ১০ মিনিটে জব্দ তালিকামূলে সংরক্ষণ করা হয়।
গ্রেফতারকৃতরা নিজেদেরকে দুর্ধর্ষ “আর্মেনিয়ান গ্যাং” এর সদস্য বলে পরিচয় দেয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসিন সিকদার।