মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর এলাকা হতে ৮০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আকবর (৩০)।
৭ মার্চ শুক্রবার দুপুর আনুমানিক দেড়টায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন পাইকসা এলাকায় একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবাসহ অবস্থান করিতেছে।
র্যাব-১০, সিপিসি-২ মুন্সীগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছালে একজন লোক দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা লোকটিকে আটক করে। অতঃপর কর্তব্যরত র্যাব সদস্যরা স্থানীয় লোকজনের উপস্থিতিতে বিধি মোতাবেক আসামীর পরিহিত লুঙ্গির কোচায় হতে আনুমানিক ২৪,০০০/- (চব্বিশ হাজার) টাকা মূল্যমানের ৮০ (আশি) পিস ইয়াবাসহ উক্ত আসামীকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত।
র্যাবের ১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনি. সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানায়, গ্রেফতার হওয়া মোঃ আকবর মুন্সিগঞ্জের শ্রীনগর থানার দক্ষিণ পাইকসা গ্রামের হাফেজ এর ছেলে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।