কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চারজন পেশাদার সক্রিয় ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
৬ মার্চ বৃহস্পতিবার কোতয়ালী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত চারজন ছিনতাইকারীদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ শাহাবুদ্দিন (৫৫), ২। লাইজু বেগম (৩৯), ৩। মোঃ হিরন ওরফে হালিম (২৭) ও ৪। মোঃ ইলিয়াস (২৮)।
কোতয়ালী থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী ও চোর। রাজধানীর কোতয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় পেশাদার সক্রিয় ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত চারজনকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালী থানা পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম বলেন, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।