দারুস সালামে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সাকলাইন খান তামিম (২২) ও ২। মোঃ আব্দুল্লাহ নয়ন (২৪)।
৬ মার্চ বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় দারুস সালাম থানাধীন বসুপাড়ার একটি বাসায় যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ছয়টি লোহার ছুরি, তিনটি লোহার চাপাতি, একটি সুইচ গিয়ার, একটি হাতুড়ি, একটি লোহার দা ও একটি স্টিলের ছিদ্রযুক্ত ধাতব নাকেল উদ্ধার করা হয়।
দারুস সালাম থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১:৩৫ ঘটিকায় দারুস সালাম থানাধীন বসুপাড়ার একটি বাসায় কতিপয় দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত বাসায় অভিযান পরিচালনা করে দারুস সালাম থানা পুলিশ ও যৌথবাহিনীর একটি টিম। টিমের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাকলাইন ও আব্দুল্লাহকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় দারুস সালাম থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্রসহ উক্ত বাসায় একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।