সারাদেশে গত জানুয়ারির ২৫ দিনে অভিযান চালিয়ে ৩৮৪টি ইটভাটা বন্ধ ও ১৮ কোটি টাকা জরিমানা করার তথ্য দিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ২৪৯টি চিমনি ভেঙে ফেলা ও ১৩৫টি ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, গত ২৫ দিনে সব মিলিয়ে ৫২০টি অভিযান পরিচালিত হয়। বিভিন্ন অপরাধে ও অনিয়মের জন্য ভ্রাম্যমান আদালত ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে ১ হাজার ২৪৫টি মামলা করে। এছাড়াও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১৮ কোটি ৩২ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ২৪৯টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়। বন্ধের নির্দেশ দেওয়া হয় ১৩৫টি ইটভাটা। এছাড়া ৩৫টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস করে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের ভাষ্য, গত ৩ নভেম্বর থেকে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণের বিরুদ্ধে ৩৪২টি ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। ৬৫০টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করা হয় ৪৯ লাখ ৭৩ হাজার ৮০০ টাকা।
১৫৮ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, ১১টি পলিথিন কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করার তথ্যও বিজ্ঞপ্তিতে তুলে ধরে অধিদপ্তর।