পিরোজপুরের কাউখালীতে ইন্ডাস্ট্রিয়াল লবন দিয়ে তৈরি হচ্ছে মুড়ি! ৬০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই এর ভ্রাম্যমান আদালতের।
৪ মার্চ মঙ্গলবার দুপুরে পিরোজপুরের কাউখালী উপজেলায় উত্তর বাজার ও আমড়াজুরী ফেরিঘাটের দুইটি মুড়ির মিলে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বিএসটিআই এর ইন্সপেক্টরসহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
খাবার মুড়িতে নিষিদ্ধ শিল্পগ্রেডের লবণ ব্যবহার করার অপরাধে খই-মুড়ি প্রোডাক্টস ও হাসান অ্যান্ড রাব্বি এন্টারপ্রাইজ নামীয় দুইটি মুড়ির মিলে বিএসটিআই আইন, ২০১৮ এর ৩১ ধারা মোতাবেক প্রত্যেককে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় দুইটি মুড়ির মিল থেকে শিল্পগ্রেডের লবণ জব্দ করা হয় পরে জনসম্মুখে জব্দকৃত শিল্প গ্রিলের লবণ তাৎক্ষণিকভাবে নষ্ট করা হয়। এছাড়াও সাতক্ষীরা ঘোষ ডেইরী বি এস টি আই কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দই উৎপাদন করার অপরাধে ৫হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
উল্লেখ্য, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ ও বিএসটিআই এর পরিদর্শক ইয়াছির আরাফাতের উপস্থিতিতে পরিচালিত এ মোবাইল কোর্টে মুড়ি প্রস্তুত করার সময় সাধারণ খাবার লবণের পরিবর্তে শিল্প কারখানার ব্যবহার উপযোগী শিল্প গ্রেডের লবণ ব্যবহার করতে দেখা যায়।