রাজধানীর বাড্ডা এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে দুটি মোটরসাইকেল ও তিনটি চাকুসহ পেশাদার দুই ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ১। মো. তৈয়বুর মিয়া (২১) ও ২। সানি আহমেদ সামির (২০)।
২ মার্চ রবিবার রাত ৮টার দিকে বাড্ডা থানাধীন উত্তর বাড্ডাস্থ আব্দুর হামিদ রোড খালপাড় ব্রিজের দক্ষিণ পাশে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ছিনতাই করার কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল ও তিনটি চাকু উদ্ধার করা হয়।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কতিপয় ব্যক্তি ছিনতাইয়ের উদ্দেশে উত্তর বাড্ডাস্থ আব্দুর হামিদ রোড খালপাড় ব্রিজের দক্ষিণ পাশে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে থানার টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তৈয়বুর ও সানিকে গ্রেফতার করে। এ সময় তাদের অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে দুটি মোটরসাইকেল ও তিনটি চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত তৈয়বুর ও সানি পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা সংঘবদ্ধভাবে বাড্ডা ও আশেপাশের এলাকায় ছিনতাই করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ডিএমপির বাড্ডা ও নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় চুরি, মাদক, ধর্ষণ ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানায় থানা কর্তৃপক্ষ।