রাজধানীর দক্ষিণখানে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে বিকাশ এজেন্টকে হত্যা ও টাকা লুটের চাঞ্চল্যকর মামলার অন্যতম পলাতক আসামি হেলাল(৪৪)’কে শেরপুর জেলা থেকে গ্রেফতার করেছে র্যাব-১ ও র্যাব-১৪।
২ মার্চ সকাল আনুমানিক ৬টায় শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন কলাকান্দি এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গত ১৫/২/২০২৫ তারিখে “ভাই ভাই মেডিকেল হক” এর মালিক সুনীল চন্দ্র পাল দোকানে অবস্থান কালে আসামী ১। মোঃ আব্দুল করিম (৪৫) ২। মোঃ হেলাল (৪৪)সহ অজ্ঞাতনামা একজন আসামী এসে লোহার হাতুড়ি দিয়ে ভিকটিমের মাথায় উপর্যুপরি আঘাত করে দোকানের ড্রয়ার হতে নগদ ১২,০০০/- (বার হাজার) টাকা জোরপূর্বক ছিনাইয়া নিয়ে যায়। ভিকটিম সুনীল চন্দ্র পাল এর ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে আসামীদের পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ১নং আসামী মোঃ আব্দুল করিমকে হাতুড়িসহ ধৃত করে এবং অন্যান্য আসামীরা পালিয়ে যায়।
সংবাদ পেয়ে ভিকটিম সুনীল চন্দ্র পাল এর স্ত্রী সেতু রানী পাল দোকানে এসে দেখতে পান যে, তার স্বামী ভিকটিম সুনীল চন্দ্র পাল গুরুত্বর রক্তাক্ত অজ্ঞান অবস্থায় দোকানের ফ্লোরে পড়ে আছে। স্থানীয় লোকজনদের সহায়তায় ভিকটিম সুনীল চন্দ্র পালকে চিকিৎসা করার জন্য প্রথমে আর-রাহা প্রাইভেট হাসপাতাল পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকায় নিয়ে গেলে জরুরী বিভাগে কর্মরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষনা করেন। এই ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে দক্ষিণখাণ থানায় একটি মামলা দায়ের করে। ঘটনার পরপরই র্যাব আসামী গ্রেফতারের জন্য ছায়াতদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১ উত্তরা, ঢাকা আভিযানিক দল র্যাব-১৪ এর সহায়তায় অভিযান পরিচালনা করে পলাতক আসামী মোঃ হেলাল (৪৪), গ্রেফতার করে। এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে র্যাবের মিডিয়া থেকে জানানো হয়।