গাজীপুরে অটোরিক্সা চালককে নির্মমভাবে হত্যার ক্লুলেস ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে র্যাবের চৌকস একটি দল। হত্যাকান্ডে জড়িত প্রধান আসামী ও তার সহযোগীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব -১।
১ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক সন্ধ্যায় র্যাব-১ এর একটি আভিযানিক দল গোপণ সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন ভাওয়াল গড় এলাকা থেকে উক্ত ঘটনার অন্যতম মূলহোতা মোঃ মুর্শিদ আলম (২৪) ও তার সহযোগী মোঃ মাহাদী হাসান মিতুল(২০) কে গ্রেফতার করে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক টায় গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন ভাওয়ালগড় ইউনিয়নের সিংগাতলী গ্রামস্থ বেনুর ভিটার ভিতরে অটোরিক্সা চালক ভিকটিম রানা @ ইয়াছিন(২৬) কে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং হত্যাকারীরা ভিকটিমের ব্যাটারী চালিত অটোরিক্সা ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
উক্ত ঘটনায় ভিকটিম এর পিতা মোঃ উসমান গনি (৪৭) বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পরপরই র্যাব ছায়া তদন্ত শুরু করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলার জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব ১ এর মিডিয়া সেল।