২৪ বার্তা কক্ষঃ কক্সবাজারে ঘুরতে এসে সকল ডক্যুমেন্টস ফিরে পেয়ে খুশিতে আত্মহারা রাশিয়ান নাগরিক মিস মনিকা কবির।
গত ২৩/০২/২০২৫ তারিখ রাশিয়া থেকে আগত মিস মনিকা কবির তার বিদেশি টাকা, ভিসা কার্ড, রাশিয়ার আইডি কার্ডসহ ব্যক্তিগত মানিব্যাগ কক্সবাজারে ঘুরতে এসে টমটমে ঘুরা অবস্থায় হারিয়ে ফেলেন।
পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের একটা বিশেষ টিম অতিরিক্ত ডিআইজি জনাব আপেল মাহমুদের নির্দেশনায় মাত্র দুইদিনের মধ্যে রাশিয়ান নাগরিকের হারিয়ে যাওয়া বিদেশি টাকা সহ মানিব্যাগটি উদ্ধার করতে সমর্থ হয়।
পরবর্তীতে রাশিয়ান নাগরিককে তার মানিব্যাগটি বুঝিয়ে দেওয়া হয় এবং তিনি ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।