লৌহজং প্রতিনিধিঃ মানবতার সমাজ গড়ার লক্ষ্যে যুব সমাজের উদ্যোগ, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা বেজগাও ইউনিয়ন এর নিষ্ঠা বান যুবকেরা মানবতার ফেরিওয়ালা হয়ে মানুষের পাসে দাড়ানোর উদ্যোগ ও একটি সভ্য সমাজ গড়ার লক্ষ্যে ‘হাটভোগদিয়া মানব কল্যাণ যুব সঙ্গ’ নামে একটি সামাজিক সংগঠন তৈরি করেছে।
আসছে পবিত্র মাহেরমজান উপলক্ষ্যে গতকাল রবিবার বেলা তিনটার দিকে অসহায় ১২০ টি পরিবারের মাজে ইফতার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে এই সংগঠনটি যাত্রা শুরু করে।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে, প্রফেসর আনোয়ার হোসেন দিদারে সভাপতিত্বে ও কাজল খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেজঁগার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী নুর মোহাম্মদ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি লৌহজং কলেজের উপাধ্যক্ষ শহিদুল ইসলাম সিকদার, আনোয়ার হোসেন খান, হাজী হাসান ঢালী, মোতালেব শেখ সহ সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক দিদার সাধারণ সম্পাদক মাহবুব হাসান কোষাধ্যক্ষ এসিএম দিদার,সহ কোষাধ্যক্ষ মোকলেস শেখ,সহ কোষাধ্যক্ষ দিপঙ্কর মন্ডল, সাংস্কৃতিক দম্পাদক আব্দুল কাদের ফরাজি সদস্য উজ্জল শেখ প্রমুখ অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন সোহেল খান ও তুহিন খান।