র্যাব মিডিয়া বিজ্ঞপ্তিঃ চাঁদপুর জেলার কচুয়া থানার আলোচিত ও চাঞ্চল্যকর অটোরিক্সাচালক ফারুক হত্যা মামলার সন্দিগ্ধ পলাতক আসামী মোঃ আসিফুর রহমান’কে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
সংবাদ সম্মেলনের মাধ্যমে র্যাবের পক্ষ থেকে জানানো হয়; নিহত ভিকটিম ফারুক হোসেন চাঁদপুর জেলার কচুয়া থানাধীন লক্ষীপুর এলাকার বাসিন্দা এবং পেশায় একজন অটোরিক্সা চালক। গত ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে ভিকটিম মোঃ ফারুক প্রতিদিনের ন্যায় তার ব্যাটারী চালিত অটোরিক্সা নিয়ে বাড়ী থেকে বাহির হয়ে রাত আনুমানিক ১০০০ ঘটিকায় পর্যন্ত বাড়ী না ফিরায় ভিকটিমের পরিবার তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ফোনটি বন্ধ পায় এবং ভিকটিমকে সম্ভাব্য সকল স্থানে খোজাঁখুজি করতে তাকে। খোজাঁখুজি একপর্যায় গত ৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ভিকটিমের পরিবার লোকা মাধ্যমে জানতে পারে যে, চাঁদপুর জেলার কচুয়া থানাধীন ছোটভবানীপুর এলাকায় একটি মৃতদেহ পড়ে আছে। পরর্বতীতে সেখানে ভিকটিমের পরিবার এবং তার আত্মীয়-স্বজন হাজির হয়ে মৃতদেহটি ফারুক হোসেন এর বলে সনাক্ত করে।
উক্ত ঘটনায় নিহত ভিকটিমের স্ত্রী বাদী হয়ে চাঁদপুর জেলার কচুয়া থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৩, তারিখ ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ধারাঃ ৩০২/২০১/৩৪ দ্য পেনাল কোড, ১৮৬০।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁদপুর জেলার কচুয়া থানার মামলা নং-০৩, তারিখ ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ধারাঃ ৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলার সন্দিগ্ধ পলাতক আসামী মোঃ আসিফুর রহমান চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২০ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখ রাত আনুমানিক ০৩২০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্নিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আসিফুর রহমান (৩৫), পিতা-মমতাজ মিয়া, সাং-দেবপুর, থানা-বরুড়া, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করতঃ সুত্রে বর্নিত হত্যা মামলার সন্ধিগ্ধ পলাতক আসামী মর্মে স্বীকার করে। এছাড়াও সে মামলা দায়ের এর পর হতে আইন শৃংঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা এলাকায় আত্মগোপন করে আসছিল।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের অধিনায়ক।